Wednesday, January 25, 2017

ফরেভর টুগেদর... হা হা হা 

যদি হটাত্ আবার
দেখা হয় দুজনার,
কোনো পথের বাঁকে
বহু কাজের ফাঁকে,
শুধু জানতে চাইব, আজও মনে আছে কি
মনে আছে কি স্মৃতি, নাকি দিয়েছে ফাঁকি?
সেই চেনা সুর যা গাইতাম একই সাথে?

সেদিনের রাজপথ,
পথ ভোলা জেনে বুঝে,
অবিরাম হেঁটে যাওয়া,
নির্জনতার খোঁজে.
সেই ধর্মতলা, ধুলো আর ধোঁয়া মাখা,
ভাল লাগা কার মাঝে, তবু কত ভাললাগা.
আজ কোনো নির্জনে, বল কি আপন মনে?
ভাল ছিল দিনগুলো, কোলাহল আঁকা.
শুধু জানতে চাইব, চোখ জলে ভরে কি?
শুনে আকুল হয় কি ওই মনপাখি?
সেই চেনা সুর যা গাইতাম একই সাথে.

আজ কত নীতিকথা,
শাসনের বেড়াজাল,
ভুলিয়ে দিয়েছে আজ,
সেই স্মৃতি উত্তাল.
একদিন যে হৃদয় আকাশ কে ছুঁতে চায়,
আজ মুখ ঢাকে, সম্বল তার দেওয়াল.
আজ কি নোঙ্গর তুলে, স্রোতের অনুকুলে,
ভাসিয়ে দিয়েছ নাও, ছেঁড়া যার পাল?
শুধু জানতে চাইব,মন আজও আঁকে কি?
সপ্নের রঙ্গে রাঙ্গা স্বরলিপি?
সেই চেনা সুর যা গাইতাম একই সাথে.


No comments:

Post a Comment